Breaking News

অভয়ার ন্যায় বিচারের দাবিতে বরানগরে গণকনভেনশন

অভয়ার দ্রুত ন্যায় বিচার এবং বরানগর-সিঁথি অঞ্চলে নারী ও শিশু সুরক্ষার ৬ দফা দাবিতে ১৭ নভেম্বর বিচারহীন ১০০ দিনে কলকাতার বরানগরে জিএলটি রোড টবিন রোডে গণকনভেনশন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অমল কুমার মুখোপাধ্যায়, আর জি কর হাসপাতালের প্রাক্তনী ডাঃ অনুপম ভট্টাচার্য, বরানগর রামকৃষ্ণ মিশন স্কুলের প্রাক্তন শিক্ষক সাহিত্যিক দীনেশচন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা। কনভেনশন থেকে বরানগর অঞ্চলের নারী শিশু সুরক্ষা কমিটি গঠিত হয়। গণকনভেনশনে দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ আই ডি এস ও-র সর্বভারতীয় সম্মেলন

নয়া জাতীয় শিক্ষানীতি প্রতিরোধে ও সরকারি শিক্ষাব্যবস্থা বাঁচার দাবিতে দেশ জুড়ে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৭-২৯ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র সংগঠন এআইডিএসও-র দশম সর্বভারতীয় সম্মেলন। এই উপলক্ষে দেশ জুড়েই চলছে প্রচার, সদস্য সংগ্রহ, জাঠা, তহবিল সংগ্রহ। গোটা উত্তর ভারত জুড়ে সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার বিশেষ প্রচারাভিযান চলছে। জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে প্রভৃতি রাজ্যেও ব্যাপক প্রচার চলছে। উক্ত রাজ্যগুলিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানেই স্বেচ্ছাসেবকরা পৌঁছে যাচ্ছেন সম্মেলনের বার্তা নিয়ে সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছেন।

জাতীয় শিক্ষানীতির সর্বনাশা দিকগুলো সম্পর্কে এআইডিএসও কর্মীরা সুনির্দিষ্টভাবে ছাত্রছাত্রী, শিক্ষক-অধ্যাপক, অভিভাবক সহ শিক্ষাব্রতী মানুষের কাছে সংগঠনের বিশ্লেষণ তুলে ধরছেন এবং এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন। বহু ছাত্র এবং শিক্ষাপ্রেমী মানুষ এই আবেদনে সাড়া দিয়ে এই আন্দোলনে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। বহু প্রথিতযশা শিক্ষাবিদ, অধ্যাপক, বুদ্ধিজীবী সম্মেলনের সর্বাত্মক সাফল্য কামনা করে আবেদনপত্রে স্বাক্ষর দিয়েছেন। অভ্যর্থনা সমিতির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন দিল্লি স্কুল অব ইকনমি’-এর বিশিষ্ট অধ্যাপক দিব্যেন্দু মাইতি। সম্মেলন উদ্বোধন করবেন প্রথিতযশা ইতিহাসবিদ অধ্যাপক ইরফান হাবিব। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন ভগৎ সিং আর্কাইভস এর কর্ণধার অধ্যাপক চমন লাল।