Breaking News

অভয়ার ন্যায়বিচার ও সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নাগরিকদের সিবিআই দফতর অভিযান

আর জি কর-এর চিকিৎসক-ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনার দ্রুত বিচার এবং সঞ্জয় রায় ছাড়াও এই ঘটনায় জড়িত অন্য অপরাধীদের নামে সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে ২৪ মার্চ সিবিআই দফতরে বিক্ষোভ দেখাল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম, নার্সেস ইউনিটি সহ নানা নাগরিক সংগঠন। এক প্রতিনিধিদল সিবিআই দফতরে স্মারকলিপি দিয়ে তদন্তের কাজ অতি দ্রুত শেষ করার দাবি জানিয়ে বলেন, তথ্য-প্রমাণ লোপাট সহ এই খুনের সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কর্মসূচিতে নেতৃত্ব দেন ডাঃ বিপ্লব চন্দ্র, ডাঃ সজল বিশ্বাস, সিস্টার ভাস্বতী মুখার্জী প্রমুখ।