Breaking News

‘অভয়া’র ন্যায়বিচারের দাবিতে রায়গঞ্জে কনভেনশন

২৭ অক্টোবর সিটিজেনস ফর জাস্টিস, উত্তর দিনাজপুরের আহ্বানে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ইনস্টিটিউট হলে। জুনিয়র ডাক্তারদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ শাহরিয়ার আলম। এছাড়াও বক্তব্য রাখেন রহটপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শাহিদুর রহমান, অধ্যাপক বরেন্দ্রনাথ গিরি, অধ্যাপক মানস জানা, মাধ্যমিক শিক্ষক মাহফুজ আলম, প্রসেনজিৎ সাহা, স্বাস্থ্যকর্মী মামুন আল রসিদ প্রমুখ। মূল প্রস্তাব পেশ করেন প্রদীপ কুমার সরকার। আন্দোলনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো সহ অন্যদের উপর লাগাতার হুমকি ও আইনি নোটিশ দিয়ে হয়রানির নিন্দা করে আর একটি প্রস্তাব এই কনভেনশনে গৃহীত হয়। চার শতাধিক বিভিন্ন পেশার নাগরিক এই কনভেনশনে উপস্থিত ছিলেন। কনভেনশন থেকে বক্তাদের আলোচনায় বার্তা উঠে আসে এই আন্দোলন কেবল শহরে নয়, গ্রামে-গঞ্জে নিয়ে যেতে হবে। কনভেনশন শেষে প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অমল মিত্রকে সভাপতি, প্রদীপ কুমার সরকারকে সম্পাদক, মামণি সন্ন্যাসী ও মামুন আল রসিদকে যুগ্ম সম্পাদক এবং মাধবী দত্তকে কোষাধ্যক্ষ করে সর্বসম্মতিক্রমে ২৯ জনের কমিটি গঠিত হয়। কমিটির সিদ্ধান্ত, আগামী পক্ষকালের মধ্যে ব্লক স্তরে সিটিজেনস ফর জাস্টিস, উত্তর দিনাজপুরের শাখা কমিটি গঠনের প্রক্রিয়া চলবে।