অভয়া কাণ্ডে শিয়ালদহ কোর্টের রায় প্রসঙ্গে ১৮ জানুয়ারি এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ বলেন, যা আশঙ্কা করা গিয়েছিল সেই মতোই, শিয়ালদহ কোর্ট অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডে শুধুমাত্র একজন সিভিক ভলান্টিয়ারকে দোষী করে রায় দিয়েছে। অর্থাৎ ঘটনার পাঁচ মাস কেটে যাওয়ার পর এই ভয়ঙ্কর অপরাধের জন্য একজন মাত্র সিভিক ভলান্টিয়ারকে দায়ী করে একটি মামুলি রায় দেওয়া হল। এই রায় বিচারপ্রক্রিয়ার প্রহসন ছাড়া কিছু নয়, যা থেকে বোঝা যায়, অদৃশ্য কোনও সুতোর টান এখানে কাজ করেছে যাতে প্রকৃত দোষীরা ছাড়া পেয়ে যায়। এও বোঝা যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকারের অধীন সিবিআই চেষ্টা করেছে সত্যকে চাপা দিতে এবং রাজ্য সরকারের বক্তব্যের উপরেই সিলমোহর দিয়েছে।
আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষ ও চিকিৎসার সঙ্গে যুক্ত মানুষজনকে ন্যায়বিচার ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন আরও তীব্র করার আহ্বান জানাচ্ছি, যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে ও কঠোর শাস্তি পায়।