অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্মেলন

২৬ ফেব্রুয়ারি বাঁকুড়া শহরে ইমন কল্যাণ প্রেক্ষাগৃহে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির দ্বিতীয় বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। ১৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

সভাপতি অসীম কুমার ভট্টাচার্য পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদান করেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত শিক্ষক কার্তিক সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাৎসরিক প্রতিবেদনে পাঠ করেন শিক্ষক কনককুমার সরদার।

সম্মেলন জাতীয় শিক্ষানীতি সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষা ধ্বংসকারী শিক্ষানীতির প্রতিবাদ, অবসরপ্রাপ্ত জীবনে নানা সমস্যা, মেডিকেল ভাতা বৃদ্ধি, এ আই সি পি আই নিয়ম অনুযায়ী পাওনা ডি এ, পূর্বের ন্যায় রেল কনসেশন প্রদান প্রভৃতি দাবি নিয়ে রাজ্যের অধিকাংশ প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। অসীম কুমার ভট্টাচার্যকে সভাপতি ও কনক কুমার সরদারকে সম্পাদক নির্বাচিত করে ৩৭ জনের রাজ্য কমিটি গঠিত হয়।