অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সম্মেলন

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন ও চতুর্থ বার্ষিক সাধারণ সভা ২৬ ফেব্রুয়ারি পুরুলিয়ার রঘুনাথপুরে (বরাট হল) অনুষ্ঠিত হল ১৪টি জেলার দুই শতাধিক প্রতিনিধি নিয়ে। বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি ও শিক্ষক নেতৃবৃন্দ। তাঁরা সকলেই নানা সরকারি বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হন। বকেয়া ডি এ অবিলম্বে মেটানো, বার্ষিক পেনশন বৃদ্ধি, গৃহভাড়া ভাতা চালু, চিকিৎসার আর্থিক দায়িত্ব গ্রহণ, ৫০ শতাংশ হারে রেল কনসেসন প্রভৃতি দাবি ওঠে সম্মেলনে। স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবিতে ও সর্বনাশা জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রস্তাব নেওয়া হয়। সম্মেলন থেকে অসীম ভট্টাচার্য সভাপতি এবং কার্তিক সাহা সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন।