অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের পেনশন বৃদ্ধির দাবি

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বার্ষিক পেনশন বৃদ্ধি, বাড়ি ভাড়া ভাতা দেওয়া, চিকিৎসাভাতা বৃদ্ধি ও চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব সরকার কর্তৃক বহন, অবসরের পরেই পেনশন এবং প্রতি মাসের ১ তারিখে পেনশন সুনিশ্চিত করা, লাইফ সার্টিফিকেট জমা নিয়ে অযথা হয়রানি বন্ধ করা ইত্যাদি দাবি তুলল অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি। ১১ ফেব্রুয়ারি কলকাতার ত্রিপুরা হিতসাধনী সভা হলে এক সভায় এই দাবিসহ জাতীয় শিক্ষানীতি বাতিল করা এবং কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব দেওয়া হয়।

সভায় সংগঠনের সভাপতি কার্তিক সাহা দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ১৪টি জেলার প্রতিনিধিদের এই সভায় সভাপতিত্ব করেন, প্রবীণ শিক্ষক সুনীল কুমার ঘোষ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৃণালকান্তি দাস, সুধীর মাল, দুলাল মণ্ডল, এনামুল হক মোল্লা, বাণী পাত্র, তপতী মিত্র প্রমুখ। সভায় ২৫ ফেব্রুয়ারি পেনশন অধিকর্তার কাছে ডেপুটেশন সহ শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও রাজ্যপালের কাছে ডেপুটেশনের প্রস্তাব গৃহীত হয়।