Breaking News

অন্ধ্রপ্রদেশে বইমেলায় ধর্মান্ধ দুষ্কৃতীদের হামলা, প্রতিবাদে পথে নামলেন বিশিষ্টজনরা

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অনুষ্ঠিত বইমেলার একটি স্টলে ৮ ফেব্রুয়ারি উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা হামলা চালায়। হিন্দু ধর্মগ্রন্থ ও কোরানের তুলনামূলক আলোচনা সংক্রান্ত একটি বইয়ের বিরুদ্ধে তাদের রোষ আছড়ে পড়ে। তারা স্টলটি ভাঙচুরের চেষ্টা চালায়। মানুষের চিন্তার স্বাধীনতার প্রতীক ও জ্ঞানের ভাণ্ডার বইয়ের উপর এই হামলার প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি লেখক ও বইপ্রেমীদের একটি যুক্তমঞ্চ পছন্দের বইপত্র হাতে তুলে ধরে বিক্ষোভ মিছিল করে।

খাদ্য, পরিধান ও বইয়ের ক্ষেত্রে মানুষের পছন্দ-অপছন্দের উপর উগ্র হিন্দুত্ববাদীদের ফরমান জারির বিরুদ্ধে এই মিছিলে শামিল হন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত তেলুগু সাহিত্যিক অধ্যাপক মধুরন্তাকম নরেন্দ্র সহ অন্য বিশিষ্টজনেরা।

অধ্যাপক নরেন্দ্রর হাতে ছিল এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ রচিত ‘শরৎসাহিত্য পাঠ কেন আজও প্রাসঙ্গিক’ বইটি। মানবাধিকার সংগঠন সিপিডিআরএস অনুমোদিত গণফোরাম পিসিভি-র সভাপতি ভাকা প্রসাদ বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দেন।