২১ অক্টোবর অন্ধ্রপ্রদেশে এ আই কে কে এম এসের হিন্দুপুর জেলা কমিটির উদ্যোগে স্থানীয় এম আই হলে এক কৃষক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে বিভিন্ন এলাকা থেকে শতাধিক কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন৷ কনভেনশনে সভাপতিত্ব করেন বিশিষ্ট কৃষক নেতা কমরেড গিরীশ মানহক৷ বিভিন্ন কৃষক প্রতিনিধি তাঁদের সমস্যার কথা তুলে ধরেন৷ বিশেষ করে তাঁরা খরা, সেচ, ফসলের ন্যায্য দাম ইত্যাদি বিষয়ে তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন৷ রাজ্যের বিশিষ্ট বামপন্থী ব্যক্তিত্ব কমরেড গোবিন্দ রাজালু তাঁর বক্তব্যে বলেন, সরকারের কাছে দয়া ভিক্ষা করে সমস্যার সমাধান হবে না৷ গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলতে হবে এবং সেই সংগঠনের উপর দাঁড়িয়ে আপনাদের সংগ্রাম করতে হবে৷ অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড শংকর ঘোষ তাঁর বক্তব্যে বলেন, কৃষক আন্দোলনকে সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে সংগঠিত করতে হবে, তাকে পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক আন্দোলনের পরিপূরক করে গড়ে তুলতে হবে৷ এ আই কে কে এম এসের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য কমরেড অমর নাথও সভায় বক্তব্য রাখেন৷ শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণের মধ্য দিয়ে কনভেনশনের কাজ শেষ হয়৷