সমকাজে সমবেতনের দাবিতে ২১ জুন বিকাশবভন অভিযান চলাকালীন পশ্চিমবঙ্গের আংশিক সময়ের অধ্যাপক সংগঠন কুটাব–এর সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথের উপর নির্মম পুলিশি নিপীড়নের নিন্দায় ২৭ জুন কলকাতার ভারত সভা হলে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়৷ অধ্যাপক–শিক্ষকরা সকলেই সরকারের এই নির্মম আচরণের নিন্দা করেন৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মীরাতুন নাহার, সর্বভারতীয় অধ্যাপক সংগঠন–এর সভাপতি কেশব ভট্টাচার্য, ওয়েবকুটার সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ, অধ্যাপক সংগঠন অ্যাবুটার সাধারণ সম্পাদক তরুণ নস্কর, মানবাধিকার সংগঠন সিপিডিআরএস–র সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব দাশগুপ্ত এবং এসটিইএ, এবিপিটিএ, বিপিটিএ প্রমুখ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ৷
সভায় সমকাজে সমবেতনের দাবিকে সমর্থন জানিয়ে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারকে৷
(৭০ বর্ষ ৪৬ সংখ্যা ৬ জুলাই, ২০১৮)