অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলা সহ ১২ দফা দাবিতে ২০ ডিসেম্বর হুগলি জেলাশাসককে স্মারকলিপি দিল এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন।
দীর্ঘ প্রায় দুই বছর করোনা পরিস্থিতির কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ আছে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বাড়ির মা ও শিশুদের অপুষ্টিজনিত নানা সমস্যা বাড়ছে। রান্না করা খাবারের পরিবর্তে টিএইচআর দেওয়া হলেও তা রান্না করা খাবারের বিকল্প নয়। গত পাঁচ মাসের রেশন বকেয়া আছে। ইউনিয়নের দাবি– অবিলম্বে পাঁচ মাসের টিএইচআর উপভোক্তাদের দেওয়া, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উপযুক্ত পরিকাঠামো না গড়ে পোষন ট্র্যাকার অ্যাপ চালু না করা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, কর্মরত অবস্থায় মৃতের পরিবারকে পাঁচ লাখ টাকা এককালীন ও পরিবারের একজনকে চাকরি দেওয়া, ন্যূনতম বেতন ২১ হাজার টাকা করা, করোনা আক্রান্ত ও করোনায় মৃত কর্মী ও সহায়িকাদের ক্ষতিপূরণ, সমস্ত শূন্যপদে কর্মী ও সহায়িকা নিয়োগ প্রভৃতি। ডেপুটেশনে নেতৃত্ব দেন জলিরানী চ্যাটার্জী, রীতা মাইতি, লিলুয়া ইয়াসমিন প্রমুখ।