Breaking News

অঙ্গনওয়াড়ি কর্মীদের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন

২২ সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় বেলদা শহরে। দুই শতাধিক আইসিডিএস কর্মী ও সহায়িকা অংশগ্রহণ করেন। আইসিডিএস প্রকল্পের সামগ্রিক উন্নয়ন, সরকারি কর্মীর স্বীকৃতি, ২৮ হাজার টাকা মাসিক বেতন, শূন্যপদে কর্মচারী ও সুপার ভাইজার নিয়োগ, পোষণ ট্র্যাকারের কাজের জন্য সেন্টার প্রতি সিম কার্ড ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ ১৪ দফা দাবিতে সোচ্চার হন কর্মীরা। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত। বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি রাজ্য কমিটির সদস্য পূর্ণ চন্দ্র বেরা। রাজ্য সম্পাদক বলেন, অঙ্গনওয়াড়ি প্রকল্পটি বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার।

কর্মী ও সহায়িকাদের একটার পর একটা অধিকার কেড়ে নিচ্ছে। অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সমস্ত কর্মী ও সহায়িকারা দলমত নির্বিশেষে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলছেন। কিছু দাবি আদায় হয়েছে। সম্মেলন থেকে চম্পা খাতুনকে সভানেত্রী ও অর্চনা দোলাইকে সম্পাদিকা করে ১৯ জনের জেলা কমিটি গঠিত হয়।

About suphal