Breaking News

অগ্নিপথঃ যুবসমাজের সঙ্গে সুপরিকল্পিত চাতুরি

হরিয়ানা

কেন্দ্রের বিজেপি সরকার ঘোষিত ‘অগ্নিপথ’ প্রকল্পের তীব্র বিরোধিতা করে এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৬ জুন এক বিবৃতিতে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ‘অগ্নিপথ’ নাম দিয়ে ভারতীয় সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগের যে প্রকল্প ঘোষণা করেছে, তা দেশের বেকার যুবকদের সাথে এক বিরাট প্রতারণা। সেনাবাহিনীতে স্থায়ী পদে যোগদানের জন্য যে সব যুবকরা ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়ে অপেক্ষা করছেন, এই প্রকল্প থেকে তাদের বঞ্চিত করাও এর অন্যতম লক্ষ্য।

বাস্তবে এটা দেশের যুবসমাজের সঙ্গে একটা সুপরিকল্পিত চাতুরি। এর বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে সঙ্গত কারণেই গণবিস্ফোরণ ঘটছে। আমরা ছাত্র এবং যুবসমাজের ন্যায়সঙ্গত দাবিকে সমর্থন করি, কিন্তু বলতে চাই সুসংগঠিত, সুশৃঙ্খল, দীর্ঘস্থায়ী আন্দোলনের মাধ্যমেই একমাত্র এই দাবি অর্জন করা সম্ভব। আশা করি বিক্ষোভকারীরা এ কথা ভাববেন এবং সেই অনুযায়ী চলবেন।

গণদাবী ৭৪ বর্ষ ৪৪ সংখ্যা ২৪ জুন ২০২২