Breaking News

৫ আগস্টের সমাবেশে উপচে পড়া ভিড়

‘ভোটবাজ দলগুলোর প্রতারণা থেকে বাঁচতে গেলে জনগণকে রাজনীতি বুঝতে হবে’ : প্রভাস ঘোষ

৫ আগস্ট, এ যুগের অন্যতম বিশিষ্ট মার্কসবাদী দার্শনিক, এস ইউ সি আই (সি) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের ৪৪তম স্মরণ দিবস পালিত হল সারা দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে৷ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের বিশাল সমাবেশে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ৷ স্টেডিয়াম উপচে বাইরের চত্বরেও ছিলেন হাজার হাজার মানুষ৷ কিশোর বাহিনী কমসোমল মহান নেতার প্রতি গার্ড অব অনার জানায়৷ সভার শুরুতেই কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হলে সমবেত হাজার হাজার মানুষের সমর্থনে তা গৃহীত হয়৷

কমরেড প্রভাস ঘোষ বলেন, একবার এ দল, তারপর ও দল করে ভোটের রাজনীতিতে ফেঁসে যাবেন না৷ বারবার ঠকছেন, এ থেকে বাঁচতে হলে রাজনীতি চিনুন, গণআন্দোলনের পথে বিপ্লবী চেতনা গড়ে তুলুন৷

এই বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন দলের পলিটবুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ৷ সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য৷

(গণদাবী : ৭২ বর্ষ ২ সংখ্যা)

 

Check Also

২৮ আগস্ট বিজেপির ডাকা ১২ ঘণ্টা বাংলা বন্ধ্ প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিষ্ট)

রাজ্য সম্পাদক কমরেড চন্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতি বলেন–প্রথমেই পুলিশের হামলার নিন্দা জানাই। এছাড়াও, আমরা বিজেপির …