Breaking News

হোসিয়ারি শ্রমিকদের বিক্ষোভ কোলাঘাটে

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অনুসারে অবিলম্বে হোসিয়ারি শ্রমিকদের রেটবৃদ্ধি, পরিচয়পত্র প্রদান, পিএফ-ইএসআই চালু সহ পাঁচ দফা দাবিতে পূর্ব মেদিনীপুরে এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্টবেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের কোলাঘাট ব্লক কমিটির আহ্বানে ২ জুন বিডিও এবং শ্রম দপ্তরের আধিকারিকের নিকট বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ও বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি মধুসূদন বেরা, সম্পাদক নেপাল বাগ, শ্যামল মণ্ডল, নব শাসমল প্রমুখ। জয়েন্ট বিডিও এবং শ্রম দপ্তরের ন্যূনতম মজুরি পরিদর্শক স্মারকলিপি গ্রহণ করেন।