Breaking News

স্বরূপনগরে পরিযায়ী শ্রমিক সম্মেলন

উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে পরিযায়ী শ্রমিকরা রেজিস্ট্রেশন, কাজ, ফুড কুপন ইত্যাদির দাবিতে সংগঠিত হচ্ছেন। ২৫ সেপ্টেম্বর বালকী হাইস্কুলে অনুষ্ঠিত হয় পরিযায়ী শ্রমিকদের গোবিন্দপুর আঞ্চলিক সম্মেলন। শহিদ বেদিতে মাল্যদান করে মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, স্বরূপনগর ব্লক আহ্বায়ক ছোট্টু মির্জা সংগঠন গড়ে ওঠার ইতিহাস ও আন্দোলনে স্থানীয় কিছু দাবি আদায়ের উল্লেখ করেন। শ্রমিক নেতা অজয় বাইন করোনা ও লকডাউন আবহে পরিযায়ী শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশার ছবি তুলে ধরেন এবং সরকারগুলির চরম হৃদয়হীনতার তীব্র নিন্দা করেন। আজিবর গাজীকে সভাপতি ও রেহেনা মণ্ডলকে সম্পাদক করে ১৫ জনের গোবিন্দপুর আঞ্চলিক কমিটি নির্বাচিত হয়।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৮ সংখ্যা_৫ অক্টোবর, ২০২০)