২০ ডিসেম্বর বিশ্বভারতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক বিক্ষোভের উদ্যোগ নিয়েছিল এআইডিএসও। ক্ষোভের কারণ, দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রতি কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতা। সংগঠনের বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতা কমরেডস অমিত মণ্ডল ও বিউটি সাহা ক্ষোভের সাথে জানান, আরএসএস-বিজেপি এবং তাদের দলের নেতারা কোনওদিনই ভারতবর্ষের নবজাগরণের মহান মনীষী ও স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের শ্রদ্ধার চোখে দেখেননি। ধর্মনিরপেক্ষতার আদর্শকে এই দল চূড়ান্ত লঙ্ঘন করছে এবং ইতিহাসের অপরাধতুল্য বিকৃতি ঘটাচ্ছে যা সচেতন ছাত্রসমাজ মেনে নিতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন ছাত্রসমাজের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করে। অমিত শাহের সফরের খবর আসতেই তার বিরোধিতা করে এআইডিএসও বিশ্বভারতী লোকাল কমিটির উদ্যোগে ব্যাপক দেওয়াল লিখন ও উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়। ছাত্রছাত্রীরা আগের দিন প্রতিবাদী মিছিল করেন। পোড়ানো হয় কুশপুতুল। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যাতে কোনও প্রতিবাদী কণ্ঠস্বর সোচ্চার হতে না পারে তার জন্য প্রশাসন এআইডিএসও-র অমিত মণ্ডল, বিউটি সাহা সহ গণতান্ত্রিক আন্দোলনের বহু কর্মীকে সারাদিন গৃহবন্দি করে রাখে।
সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।