Breaking News

সরকারি অবহেলাতেই স্কুল বাড়ি ভেঙে ছাত্র মৃত্যু রাজস্থানে

রাজস্থানে একটি সরকারি স্কুল বাড়ি ভেঙে ৭টি শিশুর মৃত্যু ও বেশ কয়েক জনের আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক জ্ঞাপন করে এআইডিএসও-র সাধারণ সম্পাদক কমরেড শিবাশিস প্রহরাজ ২৭ জুলাই এক বিবৃতিতে বলেন, এই ঘটনা সরকারি শিক্ষাব্যবস্থার প্রতি রাজ্যের বিজেপি পরিচালিত সরকারের অপরাধজনক অবহেলা ও তাদের অপদার্থতার কারণে ঘটেছে। সারা দেশে হাজার হাজার সরকারি স্কুলের অবস্থা শোচনীয়। মেরামতি এবং পরিকাঠামো খাতে পর্যাপ্ত অর্থবরাদ্দ না হওয়ার কারণে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে সেগুলি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

স্কুলগুলিকে এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচানোর ক্ষেত্রে নিজেদের দায়িত্ব অস্বীকার করে কেন্দ্রের বিজেপি সরকার স্কুল-কর্তৃপক্ষকেই জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দিয়েছে, যেখানে তাদের প্রথম কর্তব্য ছিল, স্কুলে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা। কেন্দ্রীয় সরকারের এই আচরণ অত্যন্ত জঘন্য ও লজ্জাজনক। এর মূলে রয়েছে সরকারি স্কুলে, বিশেষ করে পরিকাঠামোর ক্ষেত্রে অর্থবরাদ্দের বিপুল ঘাটতি যা আরও বাড়িয়ে তুলেছে শিক্ষার ব্যবসায়ীকরণ ও বেসরকারিকরণের লক্ষ্যে গৃহীত এনইপি ২০২০-র মতো জনবিরোধী শিক্ষানীতি।

রাজস্থানের স্কুল দুর্ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এআইডিএসও। তাদের দাবি, দেশের সর্বত্র ভেঙে পড়া স্কুলগুলি সারাই করতে হবে, শিক্ষা খাতে, বিশেষ করে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে বাড়তি বরাদ্দ, নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার করে গণতান্ত্রিক, বিজ্ঞানভিত্তিক ও জনসাধারণের স্বার্থরক্ষাকারী শিক্ষানীতি চালু করতে হবে এবং স্কুলে ছাত্রদের নিরাপত্তার দায় সরকারকেই নিতে হবে। সরকারি শিক্ষাব্যবস্থায় এই অবহেলার প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সংগঠনের পক্ষ থেকে ছাত্র-শিক্ষক-অভিভাবক ও গণতান্ত্রিক মনোভাবাপন্ন নাগরিকদের কাছে আহ্বান জানানো হয়েছে।