Breaking News

সন্ত্রাস বন্ধের দাবিতে নেতুড়িয়া থানা ঘেরাও

পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই অন্যান্য বহু জায়গার মতো পুরুলিয়া জেলার নেতুড়িয়া থানা এলাকাতেও শাসকদল আশ্রিত দুষৃক্তীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে৷ সবক্ষেত্রেই পুলিশের ভূমিকা নীরব দর্শকের৷ এরই প্রতিবাদে এস ইউ সি আই (সি)–র পক্ষ থেকে সন্ত্রাস বন্ধের দাবিতে ৭ জুন নেতুড়িয়া থানা ঘেরাও করা হয়৷ প্রখর রোদকে  উপেক্ষা করে ওই থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে শত শত মহিলা–যুব কর্মী–সমর্থক সহ সাধারণ মানুষ এই ঘেরাওয়ে অংশ নেন৷ থানার ও সি সন্ত্রাস বন্ধের প্রতিশ্রুতি দিলে ঘেরাও তুলে নেওয়া হয়৷ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য কমরেড বিনয় ভট্টাচার্য ও কিষ্ট বাউরি৷

(৭০ বর্ষ ৪৪ সংখ্যা ২২ জুন, ২০১৮)