Breaking News

শ্রমিক অধিকারের দাবিতে রাশিয়ায় গণবিক্ষোভ

পুঁজিবাদী রাশিয়ায় মানুষের বিক্ষোভ বেড়েই চলেছে৷ সম্প্রতি প্রেসিডেন্ট পুতিনের জনবিরোধী কার্যকলাপ এবং বিতর্কিত পেনশন সংস্কারের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন৷ ২৩ মার্চ দেশের বিভিন্ন প্রান্তে মানুষ স্লোগান তুলছেন জনজীবনের ন্যূনতম মানের দ্রুত অবনমনের বিরুদ্ধে৷ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় দেশব্যাপী এই বিক্ষোভে সাড়া পড়েছে ব্যাপক৷

সরকারের সমালোচনা করে কেউ মুখ খুললেই বা গণমাধ্যমে কিছু বলা হলেই তার বিরুদ্ধে পুতিনের স্বৈরাচারী দমননীতি এই বিক্ষোভকে আরও তরান্বিত করেছে৷ পুতিন সরকার চেষ্টা করছে যাবতীয় বিরোধী স্বরকে যে কোনও মূল্যে চেপে দিতে৷ ২০১৮ সালের ডিসেম্বরে সরকার আইন করেছে ছাত্র–যুবকেরা কোনও মিছিল করলেই তাদের জেলে ঢোকানো হবে৷ জনগণ অবশ্য এতে দমেনি৷ বিক্ষোভে ভিড় ক্রমশ বাড়ছে৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩৬ সংখ্যা)