Breaking News

শহিদ ভগৎ সিং স্মরণ

২৩ মার্চ শহিদ এ আজম ভগৎ সিং-এর ৯২তম আত্মোৎসর্গ বার্ষিকীতে সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস সহ নানা গণসংগঠন ও ফোরাম। ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুর মূর্তিতে মাল্যদান, শহিদ বেদি স্থাপন করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

হরিয়ানাঃ ২৩ মার্চ হরিয়ানার ভিওয়ানিতে শহিদ বেদিতে মাল্যদান ও বুক স্টলের আয়োজন করে এস ইউ সি আই (কমিউনিস্ট)। বহু ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পশ্চিমবঙ্গে আইনজীবীদের উদ্যোগঃ ২৩ মার্চ স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী শহিদ ই আজম ভগৎ সিং-এর আত্মবলিদান দিবসে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের কিছু কোর্টে শ্রদ্ধা জানানো ও শপথবাক্য পাঠ করা হয়। কলকাতা হাইকোর্টে, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী আনসার মণ্ডল সহ বহু আইনজীবী ও ল-ক্লার্ক মাল্যদান করেন। বারুইপুর কোর্টে বিশিষ্ট আইনজীবী সামাদ সাহেব মাল্যদান করে বক্তব্য রাখেন। আলিপুর পুলিশ কোর্ট সহ বিভিন্ন কোর্টে ও আইনজীবীদের উদ্যোগে এলাকায় ও বাড়িতে বাড়িতে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান হয়। আসানসোলে ভয়েস অফ হিউম্যানিটির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।