যাদবপুরে নাগরিক কনভেনশন

অভয়ার ন্যায় বিচারের দাবিতে ১৭ নভেম্বর কলকাতার যাদবপুর অঞ্চলে বাঘাযতীন পাবলিক হলে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে এলাকার অধ্যাপক, ডাক্তার, শিক্ষক, ছাত্র যুবক মহিলা মিলিয়ে ১১০ জনের বেশি উপস্থিত ছিলেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তাদের কথায় উঠে আসে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে আরও সুসংহত করতে হবে। তাঁরা আরও বলেন, বর্তমানের অবক্ষয়িত সমাজের পচাগলা সংস্কৃতি এরকম নারকীয় ঘটনার সঙ্গে জড়িত খুনি-ধর্ষক তৈরি করে। একে প্রতিহত করতে বিদ্যাসাগর, নজরুল, প্রীতিলতার দেখানো পথে সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। কনভেনশনের মধ্য দিয়ে ৬৫ জনের একটি কমিটি তৈরি হয়।