Breaking News

যথাযোগ্য মর্যাদায় বিরসা মুন্ডার জন্মদিবস পালিত

 অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির নেতৃত্বে রাজ্যে রাজ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও মহাজনী শোষণের বিরুদ্ধে আদিবাসী জনগণের বীরত্বপূর্ণ সংগ্রাম ‘উলগুলান’-এর নায়ক বিরসা মুন্ডার ১৪৬ তম জন্মদিবস পালিত হল ১৫ নভেম্বর। ওড়িশার ভুবনেশ্বরে ছাত্র, যুবক, মহিলা ও শ্রমিকরা এদিন এই বীর শহিদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

 

পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ী ব্লকের কানপুরে এদিন বিরসা মুন্ডা স্মৃতি শিক্ষা নিকেতনে বিরসা মুন্ডা ও বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা প্রদীপ দাস সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। একটি আলোচনা সভা হয়। বিরসা মুন্ডার জীবনের নানা ঘটনা ও তাঁর জীবনাদর্শের কথা তুলে ধরেন বক্তারা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফটিক বেরা সহ আরও অনেকে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১১ সংখ্যা_২৭ নভেম্বর, ২০২০)