Breaking News

মেদিনীপুর : মদ বন্ধের দাবিতে মহিলারা পথে

বার ও মদের দোকান উচ্ছেদের দাবিতে ২ ফেব্রুয়ারি মেদিনীপুর মহকুমা শাসককে ডেপুটেশন দিল মেদিনীপুর শহরের হাবিবপুর বেনেপুকুর পূর্বপাড়ের বাসিন্দারা৷ মদ ও মাদকদ্রব্য বিরোধী মহিলা সংগ্রাম কমিটির স্মৃতিকণা ঘোড়ই, অনিন্দিতা সরেন, সন্ধ্যা মণ্ডলের নেতৃত্বে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান৷ মহকুমা শাসক আবগারি দপ্তরের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন৷ প্রশাসন ব্যবস্থা না নিলে তাঁরা নিজেরাই দোকান উচ্ছেদ করে দেবেন বলেন হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা৷