Breaking News

মালদায় মিড-ডে মিল কর্মী সম্মেলন

 মিড-ডে মিল কর্মীদের কমপক্ষে মাসে ৬৩০০ টাকা বেতন, পিএফ এবং পেনশন সহ সামাজিক সুরক্ষা ও সরকারি কর্মীর স্বীকৃতির দাবিতে মালদা জেলার তুলসিহাটায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হল এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর-১ ব্লক সম্মেলন। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দাবি আদায়ের লক্ষ্যে পথ অবরোধ ও লাগাতার রান্না বন্ধের কর্মসূচি গ্রহণ করা হয়। সম্মেলন থেকে রৌশন আরা বেগম (বেলি) ও মাজেদা বিবি যথাক্রমে ইউনিয়নের ব্লক সভানেত্রী ও সম্পাদিকা নির্বাচিত হন। শতাধিক মিড-ডে মিল কর্মী এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

গণদাবী ৭৬ বর্ষ ১৪ সংখ্যা ২৪ নভেম্বর ২০২৩