Breaking News

মদ বন্ধের দাবিতে দক্ষিণ দিনাজপুরে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

 দক্ষিণ দিনাজপুর জুড়ে চলছে মদ–সাট্টা–জুয়ার রমরমা৷ বাড়ির পুরুষেরা মদ খেয়ে মহিলাদের উপর অত্যাচার চালায়৷ সংসার খরচের টাকা চলে যায় মদ ব্যবসায়ীদের পকেটে, সরকারের ঘরে৷ এ আই এম এস এসের নেতৃত্বে বিভিন্ন জায়গায় মদের ভাটি ভাঙা হয়েছে৷ জেলা জুড়ে গড়ে তোলা হয়েছে মদ উচ্ছেদ মহিলা কমিটি৷

কমিটির পক্ষ থেকে প্রথমে বুনিয়াদপুরের বরাইল গ্রামে সদ্য লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ভেঙে মদ ব্যবসা করার অপচেষ্টা বন্ধ করা হয়েছে৷ হাইরোডের ধারে বুনিয়াদপুরে সম্প্রতি একটি মদের দোকান ব্যবসা শুরু করেছিল৷ কমিটির পক্ষ থেকে বিক্ষোভ হয়, শহরে মিছিল হয়৷ ফলে দোকানটি আপাতত মদ বিক্রি বন্ধ রেখেছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ– হাইরোডের ২০০ মিটারের মধ্যে মদের দোকান রাখা চলবে না৷ শোনা যায় এই নির্দেশকে উপেক্ষা করে ‘বার কাম রেস্টুরেন্ট’–এর নামে সেখানে লাইসেন্সপ্রাপ্ত মদের ব্যবসা খোলা যাবে৷ তাই বার কাম রেস্টুরেন্ট নাম দিয়ে চলা এই ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয় মহিলারা আন্দোলনে নামেন৷ ১৯ জানুয়ারি জেলাশাসকের কাছে বাবলি বসাকের নেতৃত্বে দুই শতাধিক মহিলা বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দেন৷