Breaking News

ভোপালে ছাত্রী ধর্ষণ, তুমুল বিক্ষোভ

মধ্যপ্রদেশের ভোপালে ১৯ বছরের এক ছাত্রী কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল পথে কিছু দুষ্কৃতকারী তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং পাশবিক অত্যাচার চালায়৷ দুষ্কৃতীদের শাস্তির দাবিতে ভোপালের চেতক ব্রিজের কাছে (ছবি) এ আই ডিএসও এবং এ আই এমএসএস–এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ গুনাতেও সংগঠন দুটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়৷