Breaking News

ভোট শেষ হতেই ব্যাপক লোডশেডিং, মধ্যপ্রদেশে বিক্ষোভ এস ইউ সি আই (সি)-র

মধ্যপ্রদেশের শহর-গ্রামে যখন তখন লোডশেডিং স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ লোডশেডিং যেমন দুর্ভোগ বাড়াচ্ছে, পানীয় জল সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবাও ব্যাহত হচ্ছে।

এর বিরদ্ধে ২২ মে গুনা শহরে বিদ্যুৎ বণ্টন কোম্পানি দপ্তরে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর নেতৃত্বে স্থানীয় মানুষ। দলের জেলা সম্পাদক মনীশ শ্রীবাস্তব বলেন, ভোট মিটে যেতেই চাহিদা বৃদ্ধির অজুহাতে বিদ্যুৎ ছাঁটাই শুরু হয়েছে।

ভোটের সময় লোডশেডিং হয়নি, তা হলে তার ঠিক পরেই চাহিদা এত বাড়তে পারে কি? বণ্টন কোম্পানির দপ্তরে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়– লোডশেডিং বন্ধের জন্য সমস্ত ধরনের বাণিজ্যিক ও গৃহস্থ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহের পৃথক লাইন রাখতে হবে, লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে।