
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৬ অক্টোবর এক বিবৃতিতে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ দক্ষিণ আমেরিকার সমুদ্রে ৯০টি বিমান বহন করার ক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ মোতায়েন করার যে ঘোষণা করেছে আমরা তার তীব্র নিন্দা করছি। ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার চেষ্টাকে আড়াল করতেই তথাকথিত ড্রাগ পাচারের বিরুদ্ধে অভিযান শক্তিশালী করার বাহানা দিয়েছে তারা।
এর আগে ভেনেজুয়েলাতে শাসক পরিবর্তনের জন্য মার্কিন কর্তাদের পরিকল্পিত একাধিক ক্যু ব্যর্থ হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের হাতের পুতুল হিসাবে পরিচিত এবং ২০২০ থেকে স্পেনে নির্বাসিত ভেনেজুয়েলার বিরোধী নেতা লোপেজ সামরিক হানাদারির পক্ষে সমর্থন জানিয়েছেন তাতে মার্কিন মতলব আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক উপদেষ্টা স্বীকার করেছেন, মার্কিন একচেটিয়া পুঁজিমালিক ও বহুজাতিক কোম্পানিগুলি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ক্ষমতায় রাজনৈতিক পরিবর্তনের জন্য বিপুল লগ্নি করেছে। সেখানে তাদের পুতুল সরকার বসিয়ে সে দেশের বিপুল তৈল-সম্পদ দখল করাই তাদের লক্ষ্য।
সামরিক শক্তির জোরে একটি দেশের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার জন্য মার্কিন শাসকদের এই হীন কার্যকলাপের বিরুদ্ধে সারা বিশ্বের যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষকে আজ সোচ্চারে প্রতিবাদ করতে হবে।