Breaking News

ব্যাঙ্কের কন্ট্রাক্ট কর্মীদের আন্দোলনের জয়

আইসিআইসিআই ব্যাঙ্কের ভেন্ডার পি ভি এস কোম্পানি মালদা রিজিয়নের সকল সিকিউরিটি গার্ডকে অন্যায় ভাবে দূরে বদলির নির্দেশ দেয়।

এআইইউটিইউসি অনুমোদিত কন্ট্র্যাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম (সিবিইইউএফ)-এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভেন্ডর এবং ব্যাঙ্ককে চিঠি দিয়ে এই অন্যায় নির্দেশ তুলে নেওয়ার দাবি জানায়। বদলির প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর মালদার ওই ব্যাঙ্কের রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখায়। আন্দোলনের চাপে ভেন্ডার বদলির আদেশ তুলে নিতে বাধ্য হয়। আন্দোলনে নেতৃত্ব দেন অংশুধর মণ্ডল, গোপাল দেবনাথ, গোবিন্দ পাল, অমৃত বর্মন। সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণ পোদ্দার আন্দোলনে অংশ নেওয়ার জন্য সকল কর্মীকে অভিনন্দন জানিয়েছেন।