Breaking News

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগণা জেলা জুড়ে বিক্ষোভ

অস্বাভাবিক বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত ভাড়া অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এস ইউ সি আই (সি)–র পক্ষ থেকে ২৫ জুলাই দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন বাস রুটে বিক্ষোভ, অবস্থান অবরোধ এবং ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়৷

ওই দিন সকাল ১০টায় রায়দিঘি থানার কাশীনগর বাসস্ট্যান্ডে অবরোধ শুরু হয়৷ প্রায় দুই শতাধিক মানুষ এই অবরোধে সামিল হন৷ এ ছাড়া নামখানা–কাকদ্বীপ, পাথরপ্রতিমা সহ বিভিন্ন রুটে অবরোধ, বিক্ষোভ, বিডিও ডেপুটেশনে শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন৷ তাঁরা দাবি করেন, যাত্রী কমিটির সাথে অবিলম্বে আলোচনা করতে হবে, বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে, পেট্রোল–ডিজেলের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের  ট্যাক্স তুলে নিতে হবে৷ গোটা জেলায় গত এক মাস ধরে প্রচার আন্দোলন, থানা–আরটিএ–বিডিও ডেপুটেশন দেওয়া হয়৷

(৭১ বর্ষ ১ সংখ্যা ৩ আগস্ট, ২০১৮)