Home / অন্য রাজ্যের খবর / বাড়তি ভাড়া রদের দাবিঃ জৌনপুরে বিক্ষোভ

বাড়তি ভাড়া রদের দাবিঃ জৌনপুরে বিক্ষোভ

উত্তরপ্রদেশের বিজেপি সরকার ২৫ শতাংশের বেশি বাসভাড়া বাড়িয়েছে। এর প্রতিবাদে বাদলাপুরে মহকুমা শাসকের দফতরে ১৩ ফেব্রুয়ারি বিক্ষোভ দেখায় এসইউসিআই(সি)। বিক্ষোভে নেতৃবৃন্দ বলেন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ৬০ বছরের বেশি বয়সী মহিলাদের বাসে বিনা ভাড়ায় যাওয়ার পাস দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি রাখা দূরে থাক, তারা সকলের জন্যই ভাড়া বাড়িয়ে দিয়েছে। সমস্ত সরকারি পরিষেবার বেসরকারিকরণের বিরুদ্ধে বক্তারা তীব্র প্রতিবাদ করেন।