Breaking News

বাগনানে আশাকর্মীদের সভা

 কাজের অস্বাভাবিক চাপে আশাকর্মীরা খুবই অসহায় অবস্থায়। প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে আশাকর্মীদের সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে। তাঁদের কাজের নিরিখে নির্দিষ্ট বেতন-ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না। মোবাইল দেওয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে না। এখনও দপ্তর বহির্ভূত কাজ যেমন, ভোট, খেলা, মেলা, পরীক্ষায় ও দুয়ারে সরকারের ডিউটি, ন্যাপকিন বিক্রি এ রকম বহু অতিরিক্ত কাজ করানো হচ্ছে। ইনসেনটিভের জন্য বহু আইটেমে এমন শর্ত রাখা হয়েছে যার ফলে কাজ করেও টাকা পাওয়া যায় না।

এই অবস্থায় বাধ্য হয়ে আশাকর্মীরা ব্লক, জেলা ও রাজ্যস্তরে আন্দোলনের কর্মসূচি নিয়েছেন। তারই অঙ্গ হিসাবে ১৫ মে, বাগনান-২ ব্লকের আশাকর্মীরা খাজুনান শিবতলায় এক সভার আয়োজন করেন।

এই সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন ও হাওড়া গ্রামীণ জেলা সভানেত্রী মধুমিতা মুখার্জি। এ ছাড়াও উপস্থিত ছিলেন এআইইউটিইউসির জেলা সংগঠক নিখিল বেরা।