
দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, ওড়িশা সহ বিজেপি পরিচালিত রাজ্যের সরকারগুলি যে ভাবে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে প্রশাসনিক উৎপীড়ন চালিয়ে বসতিগুলি থেকে তাঁদের উৎখাত করছে, এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ তার তীব্র নিন্দা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দিল্লির জয় হিন্দ কলোনিতে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে অসহায় পরিযায়ী শ্রমিকরা এ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও সেখান থেকে সরে যেতে বাধ্য হন এবং তাঁদের সামান্য রুজি-রোজগারটুকুও তাঁরা হারান। এটা স্পষ্ট যে, বাংলাভাষী এইসব পরিযায়ী শ্রমিকদের মধ্যে হিন্দু ও মুসলমান উভয় ধর্মের মানুষ থাকলেও উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শাসকদের নির্যাতনের লক্ষ্য মূলত মুসলমান ধর্মাবলম্বীরাই। প্রতিক্রিয়াশীল শাসক-শক্তি সাম্প্রদায়িকতা প্রসারের উদ্দেশ্যে সংখ্যালঘুবিদ্বেষ ছড়িয়ে ভোটব্যাঙ্ক ভরানোর উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে এবং দেশের বৈধ নাগরিক ভারতীয় মুসলমানদের হয়রান ও নির্যাতন করে এবং এমনকি ‘পুশ ব্যাক’ করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিতে চাইছে।
তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিরোধিতা করার নামে কয়েকটি বিরোধী রাজনৈতিক দল সংকীর্ণ আঞ্চলিকতাবাদী মানসিকতার প্রসার ঘটাতে চাইছে যা প্রতিরোধ করা প্রয়োজন।
নিপীড়িত পরিযায়ী শ্রমিকদের উপর এমন অপরাধমূলক আচরণের প্রতিবাদে দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, এই ভয়ানক পদক্ষেপ যদি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা না যায় তা হলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যেই যে বিভেদ রয়েছে, তা আরও বাড়বে যা দেশের সমাজ-পরিবেশ ও মানুষে মানুষে সম্পর্ককে বিষাক্ত করে তুলে শাসক পুঁজিপতি শ্রেণি ও তার সেবাদাসদের স্বার্থ পূরণ করবে।