Breaking News

বহরমপুরে রোকেয়া পাঠাগার ও পাঠচক্রের উদ্বোধন

মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াৎ হোসেনের জন্ম-মৃত্যু দিবস ৯ ডিসেম্বর তাঁর স্মরণে ও আজকের অবক্ষয়িত সমাজের নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে রোকেয়া পাঠাগার ও পাঠচক্রের উদ্বোধনী অনুষ্ঠান হল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে রোকেয়া ভবন সংলগ্ন এলাকায়।

আয়োজক ছিল রোকেয়া নারী উন্নয়ন সমিতি। উপস্থিত ছিলেন জেলার ছয় শতাধিক পিছিয়ে পড়া, নির্যাতিতা অসহায় মহিলা সহ শতাধিক শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, আইনজীবী, নাট্যকার সহ বহু বিদ্বজ্জন। বক্তব্য রাখেন পথিকৃৎ পত্রিকার সম্পাদক স্বপন ঘোষাল, লেখক সৌরভ মুখার্জী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী, অধ্যাপক খইবর আলি মিঞা, অধ্যাপক আবুল হাসনাত, চিকিৎসক আলি হাসান, প্রবীণ সংস্কৃতিকর্মী অমৃত গুপ্ত, লেখক আলিমুজ্জামান প্রমুখ।

পাঠাগার ও পাঠচক্রের দ্বারোদঘাটন করেন সমিতির কার্যকরী সভাপতি ডাঃ আলি হাসান। ‘অভয়া’ স্মরণে বহরমপুর গালর্স কলেজের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।

এ ছাড়াও বিভিন্ন জেলায় রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে স্মরণ অনুষ্ঠান হয়।