Breaking News

বনের অধিকারের দাবিতে বিক্ষোভ ওড়িশায়

২৮ আগস্ট এআইকেকেএমএসের ডাকে ওড়িশার সাহারপড়া তহসিল অফিসের সামনে শত শত কৃষক বিক্ষোভ দেখান। জমির পাট্টা প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি রোধ ইত্যাদি স্লোগান তুলে মিছিল সাহারপড়া পেট্রল পাম্প থেকে শুরু হয়ে তহসিলদার অফিসের সামনে পৌঁছায়। সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড রঘুনাথ দাস তাঁর বক্তব্যে বলেন, রাজ্যের বিজেপি সরকার আদিবাসী জনগণের দখলে থাকা জমি কী ভাবে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করছে।

বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড প্রকাশ মল্লিক, সংগঠনের কেন্দুঝর জেলা সম্পাদক কমরেড বেণুধর সর্দার, সংগঠনের প্রবীণ সদস্য কমরেড খগেশ্বর মহান্ত, প্রতাপ চন্দ্র নায়ক, হরিহর মুন্ডা প্রমুখ।

জঙ্গল জমি অধিকার ২০০৬ আইন অনুযায়ী পুরুষানুক্রমে ভোগদখল করা জমির পাট্টা প্রদান, বন তৈরির নামে চাষের খেত থেকে চাষিকে উচ্ছেদ বন্ধ করা, রাস্তার দু-দিকে গাছ লাগানো দ্রুত শেষ করা, জঙ্গল সংরক্ষণ সংশোধন আইন ২০২৩ সম্পূর্ণ বাতিল করা ইত্যাদি দাবিতে তহসিলদারকে স্মারকলিপি দেওয়া হয়।