Breaking News

পঞ্চায়েতে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগণায় জয়নগর-২ ব্লকের মণিরতট গ্রাম পঞ্চায়েতে কর্মরত এনআরএলএম প্রজেক্টের এক সঙ্ঘ কো-অর্ডিনেটর (এসসি)-কে মেয়াদ শেষের আগেই ছাঁটাই করা হয় এবং কুলতলী ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একজন এবং কুন্দখালি-গোদাবর গ্রাম পঞ্চায়েতের একজন সিএসপি কর্মীকে শাসক দলের দলবাজির স্বার্থে ছাঁটাই করা হয় বলে অভিযোগ।

ছাঁটাই কর্মীদের পুনর্বহাল সহ সাত দফা দাবিতে এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এসআরএলএমএসসি কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ এসআরএলএমসিএসপি কর্মী ইউনিয়নের যৌথ প্ল্যাটফর্ম ‘আনন্দধারা এসসি-সিএসপি যৌথ মঞ্চ’ ৩১ জানুয়ারি বারুইপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয়।

এ দিন রেল মাঠে জমায়েত হয়ে বিক্ষোভকারীরা মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে এসে বিক্ষোভে ফেটে পড়েন। এসডিও অফিসের সামনের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এআইইউটিইউসি-র রাজ্য কাউন্সিল সদস্য মনিরুল ইসলামের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধিদল মহকুমা শাসককে স্মারকলিপি দেয়। বিক্ষোভসভায় বক্তব্য রাখেন স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নেত্রী রুণা পুরকাইত। এসসি কর্মী ইউনিয়নের সম্পাদিকা মহুয়া হালদার মণ্ডল এবং সিএসপি কর্মী ইউনিয়নের সম্পাদিকা নিবেদিতা দাস জানান, দাবি পূরণ না হলে আন্দোলন তীব্রতর করবেন তাঁরা।