Breaking News

নির্ভয়া তহবিলের অর্থ খরচই সার, বছরে গড়ে ধর্ষিতা প্রায় ২৯ হাজার

ফাইল চিত্র, কলকাতা ২০১৫

নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডে দেশজুড়ে চলছে প্রতিবাদ। স্বতঃপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নির্ধারণে টাস্ক ফোর্স গঠন করতে হবে। ঠিক একই ভাবে দেশজুড়ে প্রতিবাদের ঝড় তুলে দিয়েছিল ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণের মামলা। গোটা দেশে মহিলাদের নিরাপত্তা বাড়াতে ২০১৩ সালে গঠিত হয়েছিল নির্ভয়া তহবিল। এই তহবিলের টাকা খরচে সুপারিশের জন্য ২০১৫ সালে গড়া হযেছিল একটি বিশেষজ্ঞ কমিটি। কিন্তু এত কিছু সত্ত্বেও বাস্তব পরিস্থিতি কতটা বদলেছে? ২০১৫ সালে ওই কমিটি গঠনের পর বছরে গড়ে ২৮ হাজার ৯৭২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরোর (এনসিআরবি) তরফে এই তথ্যই সামনে এসেছে। নির্ভয়া তহবিলে বরাদ্দ সত্ত্বেও ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত দেশের সামাজিক পরিসংখ্যান বলছে, ধর্ষণের মামলা কমেছে মাত্র ৯ শতাংশ।

চলতি বছরের ২ আগস্ট লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, নির্ভয়া তহবিলের আওতায় এখনও পর্যন্ত মোট ৭ হাজার ২১২.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে বিভিন্ন রাজ্য ও মন্ত্রকের তরফে খরচ করা হয়েছে ৫ হাজার ৫১২.৫৭ কোটি টাকা (প্রায় ৭৬ শতাংশ অর্থ) বরাদ্দ হওয়া টাকা খরচের নিরিখে প্রথমে তিনে রয়েছে যথাক্রমে দিল্লি (৯৭.৯ শতাংশ), লাক্ষাদ্বীপ (৯২.৬ শতাংশ) ও তামিলনাড়ু (৯২.৪ শতাংশ)। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বরাদ্দ হওয়া ১০৪.৭২ কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গ খরচ করেছে ৯৫.৩২ কোটি টাকা (৯১.২ শতাংশ)। (বর্তমানঃ ২২.০৮.’২৪)