Breaking News

নারী নির্যাতন বিরোধী বিক্ষোভ দেশজুড়ে

কাঠুয়া এবং উন্নাও–এ নৃশংস ধর্ষণ ও খুনের প্রতিবাদে এমএসএস, ডিএসও, ডিওয়াইও–র উদ্যোগে ২৫ এপ্রিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়৷ বিভিন্ন কলেজের ছাত্রী, শিক্ষক ও বুদ্ধিজীবীরা এই মিছিলে যোগ দেন৷ সিটি সেন্টারের সভায় সংগঠনের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীরা বক্তব্য রাখন৷

১৭ এপ্রিল চেন্নাইয়ে ছাত্র–যুব–মহিলা বিক্ষোভ

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)