Breaking News

নয়া পেনশন স্কিম এক প্রতারণাঃ এআইইউটিইউসি

ফাইল চিত্র

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস) নামে যে পেনশন প্রকল্প এনেছে তার তীব্র বিরোধিতা করে এ আই ইউ টি ইউ সি -র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত ২৬ আগস্ট এক বিবৃতিতে বলেন, সারা দেশের সরকারি কর্মচারীরা পুরনো পেনশন স্কিম চালু করার দাবি করলেও কেন্দ্রীয় সরকার ইউপিএস নিয়ে ধূর্ত প্রচার করে সরকারি কর্মচারীদের বিভ্রান্ত করতে চাইছে। পুরনো পেনশন স্কিমের ঠিক বিপরীত রাস্তায় গিয়ে বিজেপি সরকার ‘নতুন পেনশন স্কিম’ (এনপিএস) চালু করেছিল। এই স্কিমে কর্মচারীদের বিনিয়োগ করা টাকাতেই পেনশন দেওয়ার নীতির বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ ওঠায় এখন কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের সামনে চমক দিতে বিজেপি সরকার ইউপিএস-এর কথা বলেছে। এতেও একই রকম ভাবে কর্মচারীদের টাকাতেই পেনশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই স্কিমে কর্মচারীরা পুরনো স্কিমের থেকে অনেক কম পেনশন পাবেন। নিশ্চিত পেনশনের নামে এই স্কিমে সরকারি কর্মচারীদের সাথে প্রতারণাই করা হয়েছে। কমরেড শঙ্কর দাশগুপ্ত কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।