Breaking News

নন্দীগ্রাম হাসপাতালে পরিষেবার দাবি

এলাকার মানুষের দাবি সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নাইট শেল্টার ও চিপ ক্যান্টিন চালু হয়নি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর পরিজনরা দুর্বৃত্তদের দাপটে নিরাপত্তাহীনতায় ভোগেন, অথচ প্রশাসনের এ ব্যাপারে হেলদোল নেই। এ সবের বিরুদ্ধে উন্নত মানের ওষুধ ও চিকিৎসা পরিষেবা, হাসপাতালে ২৪ ঘণ্টা পরীক্ষার ব্যবস্থা, ওষুধের কাউন্টার বাড়ানো, হাসপাতালে নাইট শেল্টার, চিপ ক্যান্টিন চালুর দাবিতে ৩০ জানুয়ারি হাসপাতাল মোড়ে অবস্থান ও সিএমওএইচ অফিসে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (সি)-র নন্দীগ্রাম লোকাল কমিটি। বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক মনোজ কুমার দাস, বিমল মাইতি, প্রলয় খাটুয়া প্রমুখ। এর পর সিএমওএইচ দফতর ও হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সুপার দাবি পূরণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।