Breaking News

দিল্লিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা

নতুন দিল্লিতে দুষ্কৃতীদের দ্বারা বিশেষভাবে সক্ষম এক মুসলিম যুবকের বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,

মুসলিম পরিচিতির কারণে এক বিশেষভাবে সক্ষম মুসলিম যুবককে পিটিয়ে হত্যার নিন্দার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয়। বিজেপি সরকারের আমলে সাম্প্রদায়িক বিদ্বেষ, ধর্মীয় উগ্রতা এমনভাবে বাড়িয়ে তোলা হয়েছে যে, সংখ্যালঘু এবং দলিতদের উপর আক্রমণ, অবমাননা, হত্যা আজ অত্যন্ত স্বাভাবিক ঘটনায়পরিণত হয়েছে।

তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দার সাথে সাথে কেন্দ্রীয় সরকার ও প্রশাসনের কাছে এই দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার এবং মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

Check Also

থানায় যুবকের মৃত্যুতে তদন্ত দাবি

আমহার্স্ট স্ট্রিট থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা প্রসঙ্গে এস ইউ সি আই(সি) …