Breaking News

দিল্লিতে এনআরসি–সিএএ বিরোধী নাগরিক কনভেনশন

এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস–এর উদ্যোগে এনআরসি– সিএএ–এর বিরুদ্ধে এবং গণআন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে ৫ জানুয়ারি দিল্লিতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ বহু বিশিষ্টজন এবং  সংগঠনগুলির নেতারা এই কনভেনশনে বক্তব্য রাখেন৷ কনভেনশন থেকে রাজ্যব্যাপী স্বাক্ষর সংগ্রহ ও প্রচার কর্মসূচি নেওয়া হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ২২ সংখ্যা)