ত্রিপুরায় এসইউসিআই (সি)-র বিক্ষোভ

ত্রিপুরা ইলেক্ট্রিসিটি কর্পোরেশন বিদ্যুতের মাশুল বাড়িয়েছে এবং জনস্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটার বসাচ্ছে। এমনিতেই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রোজগারহীনতা সহ বহুমুখী সমস্যায় সাধারণ জনগণকে বিপর্যস্ত। ক্ষমতাসীন বিজেপি সরকারের এই ভূমিকার তীব্র বিরোধিতা করে এসইউসিআই(সি) আগরতলার বটতলায় ২২ নভেম্বর এক বিক্ষোভ সভার ডাক দেয়।

দলের রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য শিবানী ভৌমিক ও সঞ্জয় চৌধুরী বলেন, রোজগারহীনতা, মূল্যবৃদ্ধিতে মানুষ যখন দিশেহারা তখন বিদ্যুৎ ও পাইপ লাইন বাহিত গ্যাসের দামবৃদ্ধিতে দারিদ্রপীড়িত জনসাধারণের উপর বাড়তি বোঝা চাপল। সিএনজি গ্যাসের দাম বাড়ায় পরিবহণের ভাড়া বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। পাঁউরুটি বিস্কুটের মতো বেকারিতে উৎপাদিত দ্রব্যেরও দামও বেড়েছে। রাজ্য সরকার মূল্যবৃদ্ধি রোধে কোনও সদর্থক ভুমিকা পালন করছে না। এই দাবিগুলি নিয়ে ‘গণকমিটি’ গঠন করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। সভা থেকে এক প্রতিনিধি দল টিএনজিসিএল-এর সংস্থার ম্যানেজিং ডাইরেক্টরের কাছে পাইপলাইন গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার সহ তিন দফা দাবিতে ডেপুটেশন দেয়।