Breaking News
Home / খবর / ডোমকলে দলীয় অফিস উদ্বোধন

ডোমকলে দলীয় অফিস উদ্বোধন

 

৮ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার ডোমকল লোকাল কমিটির নবনির্মিত অফিস উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড স্বপন ঘোষাল। প্রয়াত কমরেড মোশারফ হোসেনের দান করা জমিতে দলীয় কর্মীদের অক্লান্ত প্রচেষ্টা ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় অর্থ সংগ্রহ করে এক বছর ধরে এই অফিস ভবন নির্মাণের কাজ চলেছে।

উদ্বোধনে দলের কর্মী, সমর্থক, শুভাকাঙক্ষী সাধারণ মানুষের আবেগময় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক কমরেড সাধন রায় ও জেলা নেতৃবৃন্দ। পরে এক সভায় বক্তব্য রাখেন কমরেড স্বপন ঘোষাল।