Breaking News

ডোনাল্ড ট্রাম্প গো ব্যাক — সাম্রাজ্যবাদ বিরোধী ফোরাম

 

ফাইল চিত্র

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার যেভাবে মহা সমারোহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানানোর আয়োজন করেছে, অল ইন্ডিয়া অ্যান্টি-ইম্পিরিয়ালিস্ট ফোরামের সহসভাপতি মানিক মুখার্জী তার তীব্র নিন্দা করেছেন।

২৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ দরিদ্র দেশগুলির সম্পদ এবং শ্রমশক্তিকে লুঠ এবং চরম আগ্রাসন চালানোর মতো জঘন্য অপরাধে অপরাধী। প্রতিরোধে অক্ষম দেশগুলিতে তারা মারাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়ে শিশু-নারী সহ অসংখ্য মানুষকে হত্যা করছে। জাতি দাঙ্গা, সাম্প্রদায়িক হানাহানিতে মদত দিয়ে এই সাম্রাজ্যবাদীরা অসংখ্য মানুষের ভয়াবহ মৃত্যু ডেকে এনেছে। তাদের লুঠের কারবারের বিরোধিতা করলেই দেশে দেশে শাসক পরিবর্তনের চক্রান্ত করে চলেছে মার্কিন সাম্রাজ্যবাদীরা। ট্রাম্প হলেন যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের ঘৃণ্য প্রতিনিধি। তিনি শরণার্থীবিরোধী, উগ্রজাতীয়তাবাদী নীতির সক্রিয় প্রবক্তা। লাম্পট্য এবং অনৈতিক কার্যকলাপে তিনি অভিযুক্ত। ট্রাম্পের মতো একজন ঘৃণ্য মানুষের পায়ে মাথা ঠুকে মোদি সরকার মার্কিন এবং ভারতীয় পুঁজিপতিদের জন্য ভারতীয় জনগণকে লুঠের রাস্তা করে দিতে চাইছে। ভারতের জনগণের কাছে এ চরম অপমান। এআইএআইএফ দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন জানাচ্ছে সরকারের এই কার্যকলাপের বিরুদ্ধে এগিয়ে এসে প্রতিবাদ করুন। আওয়াজ তুলুন ‘ট্রাম্প তুমি ফিরে যাও’।

(গণদাবী : ৭২ বর্ষ ২৮ সংখ্যা)