Breaking News

জলন্ধরে এআইডিএসও-র বুকস্টল

৭-৯ নভেম্বর পাঞ্জাবের জলন্ধরে ‘দেশ ভগৎ ইয়াদগার হলে’ ভারতের স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য পর্ব ‘গদর বিপ্লব’ স্মরণে ৩৩তম ‘মেলা গদরি বাবিয়াঁ দা’ অনুষ্ঠিত হল। এই মেলা এ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। মেলায় বিভিন্ন প্রগতিশীল সংগঠন, বামপন্থী গণসংগঠন সহ প্রগতিশীল পুস্তক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে। মেলায় প্রতিবারের মতো এ বারও এআইডিএসও অংশগ্রহণ করেছিল।

সংগঠনের নিজস্ব প্রকাশনা সহ বিশিষ্ট মার্ক্সবাদী দার্শনিক কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা সংবলিত পুস্তক, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, উধম সিং প্রমুখের উদ্ধৃতি সংবলিত ছবি ও শহিদ উধম সিং-এর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্যালেন্ডার বহু মানুষ আগ্রহের সাথে সংগ্রহ করেন।

উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ ও সর্বভারতীয় দপ্তর সম্পাদক কমরেড শিবাশীষ প্রহরাজ।