ছবি

১৯৫৯ সালে খাদ্য আন্দোলনের শহিদ ও ১৯৯০ সালে বাসভাড়া বৃদ্ধি আন্দোলনে কিশোর শহিদ কমরেড মাধাই হালদার স্মরণে

৩১ আগস্ট কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে শহিদ বেদিতে মল্যদান করে শ্রদ্ধা জানান দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসপ্ল্যানেডে কমরেড মাধাই হালদারের শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য, পলিটবুরো সদস্য কমরেড অমিতাভ চ্যাটার্জী, কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী সহ রাজ্য ও জেলা নেতৃবৃন্দ। আঞ্চলিক কমিটি ও গণসংগঠনগুলির পক্ষ থেকেও মাল্যদান করা হয়।

৫ আগস্ট দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষ জন্মশতবর্ষের সূচনা উপলক্ষে

রাজ্য জুড়ে অসংখ্য অনুষ্ঠান হয় । ৯টি শহরে জনসভা অনুষ্ঠিত হয়।

কলকাতার সমাবেশে বক্তব্য রাখছেন পলিটবুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য
কলকাতা
মেদিনীপুরে জনসমাবেশের একাংশ। বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড চিররঞ্জন চক্রবর্তী
জয়নগরের সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুভাষ দাশগুপ্ত
শিলিগুড়ির সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানব বেরা
বহরমপুরে সভায় বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তরুণ মণ্ডল

 

কেন্দ্রের বিজেপি সরকার ৬ মে মধ্যরাত থেকে গ্যাসের দাম আবার বাড়ালো। ফলে রান্নার গ্যাস পৌঁছল ১০২৬ টাকায়। কর্ণাটকে বাঙ্গালোরের ফ্রিডম পার্কে বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই (সি)।

 

কেন্দ্রের বিজেপি সরকার ৬ মে মধ্যরাত থেকে গ্যাসের দাম আবার বাড়ালো। ফলে রান্নার গ্যাস পৌঁছল ১০২৬ টাকায়। প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ দেখায় এসইউসিআই(সি)। কলকাতার এসপ্ল্যানেডে বিক্ষোভ। প্রতীকী সিলিন্ডারে আগুন দেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নভেন্দু পাল।

 

 

 

২৪ এপ্রিল এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর ৭৫ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হল কলকাতার শহিদ মিনার ময়দানে

 

 

 

২০২১ জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে এসইউসিআই (সি) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে ৩ ফেব্রুয়ারি জেলাশাসক দপ্তের বিক্ষোভ
৬ ফেব্রুয়ারি ২০২১ দেশ জুড়ে কৃষকদের চাক্কা জ্যামে অংশগ্রহন করল  চেন্নাই, তামিলনাড়ু।
৬ ফেব্রুয়ারি ২০২১ দেশ জুড়ে কৃষকদের চাক্কা জ্যামে অংশগ্রহন করল ত্রিশূর, কেরালা।

 

শিলিগুড়ি ১০.০৯.২০

 

কাশীপুর, পুরুলিয়া
ধর্মতলা ১.১০.২০
১ সেপ্টেম্বর সাম্রাজ‍্যবাদ বির‍োধী দিবসে কলকাতায় যৌথ বিক্ষোভ

 

নভেম্বর বিপ্লব শতবর্ষ পূর্তির সমাবেশে যোগ দিতে এলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)–র এক শত প্রতিনিধি৷ ১৫ নভেম্বর কলকাতা স্টেশনে তাঁদের স্বাগত জানাচ্ছেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অমিতাভ চ্যাটার্জী ও কমরেড সুভাষ দাশগুপ্ত৷
সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ট্রেনে–বাসে–মিছিল করে এসেছেন৷ আসানসোল স্টেশনে ট্রেন ধরতে আসা তেমন এক মিছিলের ছবি
নভেম্বর বিপ্লবের রূপকার কমরেড লেনিন।৭ নভেম্বর এসপ্ল্যানেডে লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করছেন কমরেড রণজিৎ ধর৷ দলের কেন্দ্রীয় অফিসে পতাকা উত্তোলন এবং লেনিন–স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়৷
নভেম্বর বিপ্লব আজও অনুপ্রেরণা৷নভেম্বর বিপ্লবের বিভিন্ন ছবি ও এই সম্পর্কিত দেশ–বিদেশের মনীষীদের নানা উদ্ধৃতির প্রদর্শনী৷ অনেকে এই প্রদর্শনীর ছবি তুলে নিয়েছেন, অনেকেই উদ্ধৃতি নিয়ে গেছেন লিখে৷
আস্ত একটা ট্রেন নিয়ে এলেন উত্তরবঙ্গের মানুষ।দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার চার জেলার কর্মী–সমর্থকরা ২০ বগির একটি ট্রেন ভাড়া করে এসেছিলেন সমাবেশে যোগ দিতে৷ কঠোর পরিশ্রম করে এর জন্য লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলেছেন তাঁরা