Breaking News

ছত্তিশগড়ে মদ বিরোধী আন্দোলনের জয়

ছত্তিশগড়ে দুরগের তিতুরডিতে এআইএমএসএস, এআইডিএসও এবং এআইডিওয়াইও-র নেতৃত্বে মদের দোকান বন্ধের দাবিতে টানা ১৩ বছর ধরে আন্দোলন চলেছে। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে মদের দোকান বন্ধের আদেশ জারি করা হয়। আন্দোলনের এই জয়ে এলাকায় বিজয় মিছিল হয়।

(গণদাবী-৭৩ বর্ষ ১৭ সংখ্যা_১৫ জানুয়ারি, ২০২১)