Breaking News

চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে সারা রাজ্যে থানায় থানায় বিক্ষোভ

কোতোয়ালি থানা, পশ্চিম মেদিনীপুর

এসএসসি, রাজ্য শিক্ষা দপ্তর ও সরকারের চূড়ান্ত দুর্নীতির পরিণামে সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল হয়ে যায়। পরিণামে যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে চাকরিরতরাও চাকরি হারিয়েছেন। ফলে স্কুলশিক্ষা সহ হাজার হাজার শিক্ষক ও তাঁদের পরিবার আজ বিপর্যয়ের সম্মুখীন। মুখ্যমন্ত্রী এই কঠিন পরিস্থিতিতে দিশাহারা শিক্ষকদের স্বেচ্ছাশ্রম দিতে বলেছেন, যা এক কথায় অমানবিক। স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে যোগ্য চাকরিপ্রার্থীরা আন্দোলনে শামিল হয়েছেন। ৯ এপ্রিল তাঁরা ডিআই অফিস ঘেরাও, পথ অবরোধ কর্মসূচি রাজ্যের জেলায় জেলায় করেন। কসবা ডিআই দপ্তরে ডেপুটেশন দিতে গেলে পুলিশ বিনা প্ররোচনায় আন্দোলনকারী শিক্ষকদের লাঠিপেটা ও সবুট লাথি সহ নৃশংস আক্রমণ চালায়।

হিড়বাঁধ থানা, বাঁকুড়া

পুলিশের এই চরম নিন্দনীয় আচরণের প্রতিবাদে ১০ এপ্রিল রাজ্যের সর্বত্র এস ইউ সি আই (সি)-র পক্ষ থেকে সারা রাজ্যে থানায় থানায় বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত